বন্ধু তিনদিন [bandhu tinadina] lyrics

Songs   2024-12-17 13:33:20

বন্ধু তিনদিন [bandhu tinadina] lyrics

বন্ধু তিনদিন, বন্ধু তিনদিনও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলামদেখা পাইলাম না, বন্ধু তিনদিনগাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনাগাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনাআইতে যাইতে বারো আনা উশুল হইলো না

বন্ধু তিনদিন... হায় হায়, বন্ধু তিনদিন...হোয় হোয়ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলামদেখা পাইলাম না, বন্ধু তিনদিন

বুধ-বারে শুভযাত্রা, বিশুধ-বারে মানা

শুক্কুর-বারে প্রেম-পিরিতি হয়না ষোল আনা শনিবারে গিয়াও তোর্ দেখা পাইলাম না

বন্ধু তিনদিন... বন্ধু তিনদিন...ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলাম

দেখা পাইলাম না, বন্ধু তিনদিন

তোর্ কাছে যাবার বেলায়, ঠোট রাঙাই পানে একলা পাইয়া ঘাটের মাঝি উল্টা বৈঠা টানে

কাপড় ভিজ্জা যাওয়ার ভয়ে সাতার দিলাম না

বন্ধু তিনদিন... হায় হায়, বন্ধু তিনদিন...হোয় হোয়ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলামদেখা পাইলাম না, বন্ধু তিনদিন

ঝড়-বৃষ্টি মাথায় লইয়া, গেলাম রাতের বেলাগিয়া দেখি কাঠের দরজায়, লোহার একখান তালা, চাবি লইয়া নিঠুর কালা, তুই'তো আইলিনা বন্ধু তিনদিন... হায় হায়, বন্ধু তিনদিন...হোয় হোয়ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলামদেখা পাইলাম না, বন্ধু তিনদিন

গাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনাগাঙ পাড় হইতে ছয় আনা, ফিরা আইতে ছয় আনাআইতে যাইতে বারো আনা উশুল হইলো না

বন্ধু তিনদিন... হায়, বন্ধু তিনদিন...ও বন্ধু তিনদিন তোর্ বাড়িতে গেলামদেখা পাইলাম না, বন্ধু তিনদিনও বন্ধু তিনদিন... ও বন্ধু তিনদিন... ও বন্ধু তিনদিন...

Runa Laila more
  • country:Bangladesh
  • Languages:Bengali, Hindi
  • Genre:Pop-Folk
  • Official site:
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Runa_Laila
Runa Laila Lyrics more
Runa Laila Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs