Je Kawta Din lyrics

Songs   2025-01-04 01:20:24

Je Kawta Din lyrics

যে কটা দিন তুমি ছিলে পাশে

কেটেছিল নৌকার পালে চোখ রেখে

আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছ

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ দিয়ে বুনি তোমার শালে ভালবাসা

আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগে আছ

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে

আমিও গল্প সাজাই তোমার কানে কানে

তাকিয়ে থাকি হাজার পরদা ওড়া বিকেল

শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে

ট্রাফিকের এই ক্যকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়

যেভাবে জলদি হাত মেখেছে ভাত

নতুন আলুর খোসা আর এই ভালবাসা

আমার দেয়াল-ঘড়ির কাঁটায় তুমি লেগে আছ

যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে

আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে

আবার সন্ধেবেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি

বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি

যে যার নিজের দেশে আমরা স্রোত কুড়োতে যাই

Anupam Roy more
  • country:India
  • Languages:Bengali
  • Genre:Singer-songwriter
  • Official site:http://www.anupamroymusic.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Anupam_Roy
Anupam Roy Lyrics more
Anupam Roy Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs