Ağlama Bebeğim [Bengali translation]
Songs
2026-01-18 05:27:01
Ağlama Bebeğim [Bengali translation]
কেঁদো না বাবু, তুমি কেঁদো না
তোমার তো আশা আছে, ভবিষ্যৎ আছে
চোখে কেন বৃষ্টির মত অশ্রু বহে
কেন এই নিরবতা, কেন এই স্থিরতা, কেন এই মর্মপীড়া
(কেন এই নিরবতা, কেন এই স্থিরতা, কেন এই বরক্তি )
অনেক দূরে এমন এক জায়গা আছে
সেখানে সবাই সুখি হয়
অক্ষন্ড এক জীবন আছে ।।
কেঁদো না আমার বাবু, তুমি কেঁদো না
তোমার কষ্ট আছে, আছে দুঃখ
ডুব দিয়ে থাক গভীরে, চিন্তা কিসের
এই বিরক্তি, এই অস্থিরতা আর এই মর্মপীড়া কিসের
(এই নিরবতা, এই ক্লান্তি আর এই মর্মপীড়া কিসের )
অনেক দূরে এমন এক জায়গা আছে
সেখানে সবাই সুখি হয়
অক্ষন্ড এক জীবন আছে
(দীর্ঘ অক্ষন্ড এক জীবন আছে )
- Artist:Ahmet Kaya