Animals [Bengali translation]

Songs   2024-12-22 19:17:07

Animals [Bengali translation]

বাবু, আমি আজকে তোমাকে চাই

শিকার করবো তোমায়, তোমায় জীবন্ত খাবো

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

হয়তো তুমি ভাবো, তুমি লুকাতে পারবে

আমি তোমার গন্ধ পাই মাইলের দূরত্বে

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

বাবু, আমি

তুমি আমার সাথে কি করার চেষ্টা করছো

যেন আমরা থামতে পারিনা, আমরা শত্রুর মতো

কিন্তু আমি তোমার ভেতরে থাকলে আমরা চলতে পারবো, হ্যাঁ

তুমি একটা নেশার মতো যেটা আমাকে মেরে ফেলছে

আমি তোমাকে পুরোপুরি কেটে ফেলবো

কিন্তু আমি তোমার ভেতরে থাকলে অনেক টাল হয়ে যাই

হ্যাঁ, তুমি আমার শুরু করতে পারো, তুমি মুক্তভাবে চলতে পারো

তুমি সমুদ্রে অন্য মাছ খুঁজতে পারো

তুমি এরকম অভিনয় করতে পারো

কিন্তু তুমি আমার থেকে পালিয়ে থাকতে পারবে না

আমি এখনো তোমার সেই শব্দ শুনতে পাই

আমাকে নিচে ফেলে, মাটিতে গড়াগড়ি দিয়ে

তুমি অভিনয় করতে পারো, এটা আমি ছিলাম

কিন্তু না, ওহ

বাবু, আমি আজকে তোমাকে চাই

শিকার করবো তোমায়, তোমায় জীবন্ত খাবো

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

হয়তো তুমি ভাবো, তুমি লুকাতে পারবে

আমি তোমার গন্ধ পাই মাইলের দূরত্বে

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

বাবু, আমি

তাই যদি আমি পালাই, এটা যথেষ্ট না

তুমি তারপরও আমার মনে চিরকাল আটকে থাকবে

তাই তুমি যা ইচ্ছা করতে পারো, হ্যাঁ

আমি তোমার মিথ্যাগুলোকে ভালোবাসি, আমি সেগুলো হজম করে নিবো

কিন্তু তুমি আমার মনের পশুটাকে অস্বীকার করতে পারবে না

আমি তোমার ভেতরে থাকলে সেটা জীবন্ত হয়ে ওঠে

হ্যাঁ, তুমি আমার শুরু করতে পারো, তুমি মুক্তভাবে চলতে পারো

তুমি সমুদ্রে অন্য মাছ খুঁজতে পারো

তুমি এরকম অভিনয় করতে পারো

কিন্তু তুমি আমার থেকে পালিয়ে থাকতে পারবে না

আমি এখনো তোমার সেই শব্দ শুনতে পাই

আমাকে নিচে ফেলে, মাটিতে গড়াগড়ি দিয়ে

তুমি অভিনয় করতে পারো, এটা আমি ছিলাম

কিন্তু না

বাবু, আমি আজকে তোমাকে চাই

শিকার করবো তোমায়, তোমায় জীবন্ত খাবো

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

হয়তো তুমি ভাবো, তুমি লুকাতে পারবে

আমি তোমার গন্ধ পাই মাইলের দূরত্বে

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

বাবু, আমি

কোন মিথ্যা বলো না

তুমি অস্বীকার করতে পারো না, না না

ভেতরের পশুটাকে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মেয়ে তুমি মিথ্যা বলো না

তুমি অস্বীকার করতে পারো না, না না

ভেতরের পশুটাকে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওহ ওহ, ওয়াহ, ওহ ওহ ওহ, ওয়াহ ওহ ওহ ওহ

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

আহ-ওহ

বাবু, আমি আজকে তোমাকে চাই

শিকার করবো তোমায়, তোমায় জীবন্ত খাবো

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

হয়তো তুমি ভাবো, তুমি লুকাতে পারবে

আমি তোমার গন্ধ পাই মাইলের দূরত্বে

পশুদের মতো, পশুদের

একদম পশুদের-দের

কোন মিথ্যা বলো না

তুমি অস্বীকার করতে পারো না, না না

ভেতরের পশুটাকে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মেয়ে তুমি মিথ্যা বলো না

তুমি অস্বীকার করতে পারো না, না না

ভেতরের পশুটাকে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Maroon 5 more
  • country:United States
  • Languages:English, Spanish
  • Genre:Alternative, Pop, Rock
  • Official site:http://www.maroon5.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Maroon_5
Maroon 5 Lyrics more
Maroon 5 Featuring Lyrics more
Maroon 5 Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs