Ay Tenli Kadın [Bengali translation]

Songs   2025-01-05 16:09:19

Ay Tenli Kadın [Bengali translation]

তোমাকে আমি খুঁজে পেয়েছি গভীরে

তুমি আর আমি মিশে একাকার হয়েছি

তোমাকে দেখা, তোমার সাথে থাকা, অনেক বেশি রোমাঞ্চকর সত্যি,

কিন্তু তোমাকে কল্পনা করার মাঝে অন্যরকম অনুভূতি,

অন্ধকারের মাঝে চাঁদ যেমন আলো ছড়ায়, তোমার উপস্থিতি ঠিক তেমনই

তোমার চুল যেন রাতের আঁধারের মতো,

আর তাই জন্য আমি রাতকে ভালোবাসি।

তুমি আমার হৃদয়কে চাদরের আদলে রেখেছো

নিয়ে নাও আমার মনকে, যেভাবে তুমি নিয়ে নিয়েছো আমার অনুভূতিকে।

নিয়ে নাও, কারণ আমার তোমাকে মনে পড়ছে।

Ufuk Beydemir more
  • country:Turkey
  • Languages:Turkish
  • Genre:Alternative
  • Official site:
  • Wiki:
Ufuk Beydemir Lyrics more
Ufuk Beydemir Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs