Binte Dil [Bengali translation]
Songs
2025-12-07 04:35:35
Binte Dil [Bengali translation]
মানসী মোর, আছে মিশরে
দিয়েছি এ জনম মোর খিদমতে তার রাত ভর
দিয়েছি এ জনম মোর খিদমতে তার রাত ভর
পোড়া ছাইয়ের গাদাতে
পোড়া ছাইয়ের গাদাতে
জ্বলে ওঠে গোপনে তব ভালোবাসার আবরণ!
মানসী মোর, আছে মিশরে
মানসী মোর, আছে মিশরে
তেষ্টায় দু'টি মন খুঁজে চলে এখন
জলের ফোয়ারা
হোক যত প্রিয়জন নয়তো কেউ আপন
ওড়ে ধোঁয়ারা
লিখেছে যে অনেক এ মনটা
মহান এ প্রেমের কত বারতা!
মানসী মোর, আছে মিশরে
মানসী মোর, আছে মিশরে
দিয়েছি এ জনম মোর খিদমতে তার রাত ভর
দিয়েছি এ জনম মোর খিদমতে তার রাত ভর
পোড়া ছাইয়ের গাদাতে
পোড়া ছাইয়ের গাদাতে
জ্বলে ওঠে গোপনে তব ভালোবাসার আবরণ!
মানসী মোর, আছে মিশরে
মানসী মোর, আছে মিশরে
- Artist:Arijit Singh
- Album:Padmaavat