Chanson triste [Bengali translation]
Songs
2026-01-14 17:00:48
Chanson triste [Bengali translation]
এ গান শুধুই তোমার জন্য লেখা
গান, হয়ত একটু মন খারাপের
শব্দগুলো জীর্নতায় ভরা
কিছু কথা আর বাকি জমিয়ে রাখা ব্যথা
আমাদের দুজনের জন্য আমার জমিয়ে রাখা ব্যথা
চিন্হ হয়ে বাঁজছে আমার আঙ্গুলের ডগায়
যেন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা
এ গান মলিন হওয়া প্রেমের
যেটি তুমি গুনগুনিয়ে গাইতে
সকাল বিকেল রাতে, যার কাছে
আমাদের জীবনও কিছু না
যার কাছে এ গানের সুরও কিছু না।।
আমাদের দুজনের জন্য আজ যা রয়ে গেছে
তা আমি গাইছি আমার কন্ঠে
যেন সা, রে, গা, মা, পা, ধা, নি, সা
এ গান হল স্মৃতিস্বরূপ
পাছে কিছু না বলে ভুলে যেও না
না বলে ভুলে যেও না।
- Artist:Carla Bruni
- Album:Quelqu'un m'a dit (2002)