Cholo Shobai lyrics
Songs
2025-01-08 13:26:12
Cholo Shobai lyrics
------চলো সবাই------
---- হাবিব ওয়াহিদ ---
চলো সবাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
দিকে দিকে একি শুনি সময়ের জয়োগান
ব্যাথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান
যাইয়না যাইয়না কন্যা তুলে নাও পিছুটান
চেয়ে দেখো বুকে আছে ভালবাসার আহব্বান
এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে
এই তো সেই সময় শুনেছি সুরেরি ছন্দে
এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে
চলো এই ক্ষনে আমরা
তাকে সাগতো জানাই.....
চলো সবাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
জীবনের আহব্বানে সামনে এগিয়ে যাই
এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে
এই তো সেই সময় শুনেছি সুরেরি ছন্দে
এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে
চলো এই ক্ষনে আমরা
তাকে সাগতো জানাই.....
Milon
- Artist:Habib Wahid