Cine e inima mea [Bengali translation]

Songs   2025-01-01 06:06:48

Cine e inima mea [Bengali translation]

কে আমার হৃদয়?

(সোরিনেল)

কী হল তোমার যে আমাকে আর চাওনা,

আমি জানি তুমি আমায় ভালোবাসো, তোমার চোখে তা সুস্পষ্ট।

আমি হয়ত ভুল করেছি আজ,

কিন্তু আমি আবার তোমার হতে চাই।

(লরা)

আমি তোমায় বিশ্বাস করেছিলাম যেটা কিনা ভুল ছিলো,

আজ আমি তোমায় আরেকজনকে চুমু খেতে দেখলাম।

এটা তো আমার প্রাপ্য নয়,

আমি তোমার মিথ্যে মিষ্টি কথায় ভুলেছিলাম।

পুনরাবৃত্তি (২বার)

(সোরিনেল)

কে আমার হৃদয়, কে আমার প্রেম?

বলো কেনো আমায় ছেড়ে গেলে?

(লরা)

সেই প্রথম থেকেই তুমি প্রতারণা করেছো,

আমার বুঝতে দেরি হয়েছে।

চিরদিনের মতই ঐ মেয়ের কাছে যাও,

তোমাকে অসহ্য লাগে,

তোমার জীবনে আমি থাকতে পারবোনা।

(সোরিনেল)

তোমার মুখোমুখি মাফ চাইছি, আমি ক্ষমাপ্রার্থী, জান।

কথা দিচ্ছি আর কোনোদিন তমায় মিথ্যে বলবোনা।

(লরা)

সারা রাত কেঁদে কেঁদে আমার চোখ লাল হয়েছে

আর এখন তুমি কেঁদে কেঁদে আমায় ফেরাতে চাইছো!

তোমায় অনেক ভালোবেসেছি কিন্তু মাফ করতে পারবোনা,

তাই তোমার এ ক্ষমাপ্রার্থনা নিরর্থক।

(সোরিনেল)

এখন কেন এমন ছেলেমানুষি করছো?

এমন পাগলামি করে সব শেষ করার কোনো মানে নেই।

আমি জানি আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো।

আমি অনুতপ্ত, তবূ তুমি মানবেনা?

পুনরাবৃত্তি (৪বার)

(সোরিনেল)

কে আমার হৃদয়, কে আমার প্রেম?

বলো কেনো আমায় ছেড়ে গেলে?

(লরা)

সেই প্রথম থেকেই তুমি প্রতারণা করেছো,

আমার বুঝতে দেরি হয়েছে।

চিরদিনের মতই ঐ মেয়ের কাছে যাও,

তোমাকে অসহ্য লাগে,

তোমার জীবনে আমি থাকতে পারবোনা।

(সোরিনেল)

তোমার মুখোমুখি মাফ চাইছি, আমি ক্ষমাপ্রার্থী, জান।

কথা দিচ্ছি আর কোনোদিন তমায় মিথ্যে বলবোনা।

Sorin Copilul de Aur & Laura Vass more
  • country:Romania
  • Languages:Romanian
  • Genre:
  • Official site:
  • Wiki:
Sorin Copilul de Aur & Laura Vass Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs