Don't Expect Me to Be Your Friend [Bengali translation]

Songs   2024-12-22 02:14:05

Don't Expect Me to Be Your Friend [Bengali translation]

আমি তোমার বাসায় ফুল পাঠানো বন্ধ করেছি,

তুমি বলেছিলে বাসায় তেমন একটা থাকোনা।

আমি না জানিয়ে তোমার বাসায় যাওয়া বন্ধ করছি

কারণ হয়তো তোমার দরজা দিয়ে হাসির শব্দ আসতে শুনবো।

মাঝে মাঝে তবুও তুমি অনেক রাতে আমায় ফোন করবে

ঠিক ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে;

তুমি আমায় কোনো এক সময় তোমার বাড়ি হয়ে যেতে বলো,

এ কথা আমি রাখতে পারবোনা, সোনা।

তোমাকে এতো ভালবাসি যে তোমার জন্য শুধুমাত্র ভালো লাগা সৃষ্টি করতে পারবোনা,

তাই চলো এই গল্পটা এখানেই শেষ করি।

তোমাকে এতো ভালবাসি যে তোমার জন্য শুধুমাত্র ভালো লাগা সৃষ্টি করতে পারবোনা,

তাই আমি শুধুমাত্র তোমার বন্ধু হয়ে থাকবো এমনটা আশা করোনা।

আমি সেসব অলিগলি বা জায়গায় যাইনা

একদিন যেখানে আমরা একসাথে যেতাম।

আমি তোমার স্মৃতি মন থেকে মুছে ফেলার চেষ্টা করছি

কারণ তোমায় নিয়ে ভাবলে সবকিছু তালগোল পাকিয়ে যায়।

যখন তোমার সাথে দেখা হয় সবসময় তোমায় খুব সুখী লাগে

আমার হাত ধরে যখন হাসো আর তারপর

তোমার নতুন প্রেমিকের সাথে পরিচয় করিয়ে দাও

তখনই আমার ভেতরটা ভেঙ্গে পড়তে শুরু করে।

  • Artist:Lobo
  • Album:Of a Simple Man (1972)
Lobo more
  • country:United States
  • Languages:English, Spanish
  • Genre:Country music, Rock
  • Official site:
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Lobo_%28musician%29
Lobo Lyrics more
Lobo Featuring Lyrics more
Lobo Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs