Fly Me to the Moon [Bengali translation]
Songs
2025-12-05 03:51:56
Fly Me to the Moon [Bengali translation]
চাঁদের দেশে আমায় উড়িয়ে নাও
সব নক্ষত্রের মাঝে আমায় খেলতে দাও
বসন্ত কেমন আমায় দেখতে দাও
মঙ্গলে আর বৃহস্পতিতে
অন্যথায়, আমার হাত ধর
অন্যথায়, প্রিয় চুম্বন দাও
হৃদয় ভ'রে দাও গানে
চির জনমের গান গাইতে দাও
তুমিই আমার কামনার সব
তোমারেই ভক্তি করি আর ভালবাসি
অন্যথায় তুমি দয়া করে সঠিক হও
অন্যথায় আমি তমাকেই ভালবাসি
হৃদয় ভ'রে দাও গানে
চির জনমের গান গাইতে দাও
তুমিই আমার কামনার সব
তোমারেই ভক্তি করি আর ভালবাসি
অন্যথায় তুমি দয়া করে সঠিক হও
অন্যথায়, অন্যথায়, আমি তোমাকেই ভালবাসি ।।
- Artist:Frank Sinatra
- Album:It Might As Well Be Swing (1964)