গাড়ি চলে না [gāṛi calē nā] lyrics
Songs
2025-01-09 22:42:21
গাড়ি চলে না [gāṛi calē nā] lyrics
গাড়ি চলে না চলে না, চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না
গাড়ি চলে না চলে না, চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না
গাড়ি চলে না চলে না, চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না
গাড়ি চলে না চলে না, চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন দুর্ঘটনা
গাড়ি চলে না চলে না, চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
আবুল করিম ভাবছে এইবার
কনডেম গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা
গাড়ি চলে না চলে না, চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
- Artist:Shah Abdul Karim