গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ [grāmachāṛā ō'i rāṅā māṭira patha] lyrics
Songs
2025-12-11 06:07:55
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ [grāmachāṛā ō'i rāṅā māṭira patha] lyrics
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে। (২বার)
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভুলায় রে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
ও যে কে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে
আমার মন ভুলায় রে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ও যে কোন বাঁকে কী ধন দেখাবে
কোন খানে কী দায় ঠেকাবে। (২বার)
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কুলায় রে
আমার মন ভুলায় রে।
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে
আমার মন ভুলায় রে
- Artist:Rabindranath Tagore
- Album:Rabindranath