حاسة بيك [Hassa Beek] [Bengali translation]
Songs
2024-12-28 03:03:00
حاسة بيك [Hassa Beek] [Bengali translation]
আমার অনুভুতিতে তুমি
আমি জানি নিশ্চয়ই তুমি আমার বাহুডোরে থাকতে চাও
কেন গোপন করো, তোমার সে ইচ্ছে দেখতে পাই তোমারই চোখে!
আমার অনুভুতিতে তুমি
সত্য করে আমাকে ভাব, তোমার চিন্তায় আমি মরে যাব
আমার ভালবাসা তোমার চোখের বলায় যথেষ্ট না!
আমার দিকে তাকাও, আমাকে দেখতে চাও কি চাওনা
যদি তুমি সত্যই আমাকে ভালবাস তাহলে আর চুদুর বুদুর বল’না।
আমার অনুভুতিতে তুমি
কেন গোপন কর আমার প্রতি তোমার যে ভালবাসা
তব একটু ছোয়ায় আমি বন্ধি হব বাহুডোরে দিশেহারা।
আমার অনুভুতিতে তুমি
আর তা তুমি ভালই জানো
আমাকে এভাবে ঝুলিয়ে রেখনা
আমার দিকে তাকাও, আমাকে দেখতে চাও কি চাওনা
যদি তুমি সত্যই আমাকে ভালবাস তাহলে আর চুদুর বুদুর বল’না।
- Artist:Nancy Ajram
- Album:Hassa Beek