Hasta siempre [Bengali translation]
Songs
2024-12-27 02:06:27
Hasta siempre [Bengali translation]
শিখেছি ভালোবাসতে তোমায়
ইতিহাসের উঁচু শিখরে
তোমার বীরত্বের সূর্য যেথায়ে
রুখে দিলো মৃত্যুকে |
[সমবেত কণ্ঠে]:
এখানে আছে স্পষ্টতায়
আদরণীয় স্বচ্ছতায়
তোমার প্রিয় সান্নিধ্যে
কমান্দান্তে, চে গেভারা |
তোমার মহৎ সুদৃঢ় হাতে
ইতিহাস সৃষ্টি করলে যে
যখন সান্টা ক্লারা শহরে
সবাই জাগলো তোমায় দেখতে |
[সমবেত কণ্ঠে]:
এলে আগুনের ঝড় নিয়ে
বসন্তের সূর্যের সাথে
ওই পতাকা উত্তোলনে
তোমার মৃদু হাসি দিয়ে |
[সমবেত কণ্ঠে]:
তোমার বিপ্লবী ভালোবাসা যে
নতুন পথে নিয়ে যাচ্ছে তোমায়
যেখানে অনেকে অপেক্ষায়
তোমার বাহুবলের মুক্তিতে |
[সমবেত কণ্ঠে]:
এগিয়ে যাবো আমরা নিশ্চয়
যেমন যেতাম তোমার সাথেও
ফিদেলের সাথে আমরাও বলবো:
"চিরবিদায়ে, কমান্দান্তে!"
[সমবেত কণ্ঠে]:
- Artist:Carlos Puebla
- Album:Single (1965)