Have You Ever Really Loved a Woman? [Bengali translation]

Songs   2025-01-10 09:35:35

Have You Ever Really Loved a Woman? [Bengali translation]

কোন নারীকে সত্যিকারে ভালবাসতে

তারে বুঝতে হবে - তারে গভীর থেকে জানতে হবে

তার সব চিন্তা শুনতে হবে, সব স্বপ্ন দেখতে হবে

আর পাখা দিতে হবে যখন সে উড়তে চায়

যখন তুমি দেখবে তার বাহুডোরে অসহায় শুয়ে আছ নিজে

বুঝবে সত্যিকারে ভালবেসেছ এক নারীকে ।

যখন কোন নারীকে ভালবাসবে, বল তারে

সত্যই সে বড় কাঙ্ক্ষিত

যখন কোন নারীকে ভালবাসবে, বল তারে সে তো অতুলনীয়

সে চায় কেও যেন বলে তারে

সে তার সারা জিবনের কামনা

তাহলে বল মোরে কখনো সত্যিকারে

- সত্যিকারে সত্যিকারে ভালবেসেছ কোন নারীকে ?

কোন নারীকে সত্যিকারে ভালবাসতে

তোমাকে ধরতে দাও -

যতক্ষণ না জানবে কেমন করে তাকে ছুঁইতে হয়

তুমি যদি বুঝ তার শ্বাস আর সত্যিকারে স্বাদ

যদি তারে অনুভব কর তোমার রক্তধারায়

আর যখন দেখবে তোমার অনাগত শিশু তার চখের তারায়

তুমি জানবে সত্যিকারে ভালবেসেছ এক নারীকে ।

যখন কোন নারীকে ভালবাসবে,

বল তারে সত্যই সে বড় কাঙ্ক্ষিত

যখন কোন নারীকে ভালবাসবে, বল তারে সে তো অতুলনীয়

সে চায় কেও যেন বলে তারে

সবসময় তুমি একসাথে থাকবে

তাহলে বল মোরে কখনো সত্যিকারে

- সত্যিকারে সত্যিকারে ভালবেসেছ কোন নারীকে ?

তাকে দিতে হবে বিশ্বস্ততা, দৃঢ় আস্থা

একটু স্নেহপরশ - সঠিক পরিচর্যা

সে থাকবে তোমার হয়ে, যদি তোমার যত্ন নেয়

তবে হ্যা, সত্যিকারে ভালবাসতে তোমার নারীকে ...

অতঃপর যখন তুমি দেখবে নিজেকে অসহায় শুয়ে আছ তার বাহুডোরে

বুঝবে সত্যিকারে ভালবেসেছ এক নারীকে ।

যখন কোন নারীকে ভালবাসবে, বল তারে

সত্যই সে বড় কাঙ্ক্ষিত

যখন কোন নারীকে ভালবাসবে, বল তারে সে তো অতুলনীয়

সে চায় কেও যেন বলে তারে

সে তার সারা জিবনের কামনা

তাহলে বল মোরে কখনো সত্যিকারে

- সত্যিকারে সত্যিকারে ভালবেসেছ কোন নারীকে ?

ঠিক করে বল মোরে কখনো সত্যিকারে,

সত্যিকারে, সত্যিকারে, ভালবেসেছ কোন নারীকে? আমাকে বল

ঠিক করে বল মোরে কখনো সত্যিকারে,

সত্যিকারে, সত্যিকারে ভালবেসেছ কোন নারীকে ?

Bryan Adams more
  • country:Canada
  • Languages:English, Spanish
  • Genre:Pop, Rock
  • Official site:https://www.bryanadams.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Bryan_Adams
Bryan Adams Lyrics more
Bryan Adams Featuring Lyrics more
Bryan Adams Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs