আমার লক্ষ্য [How Far I'll Go] [Amar Lokho] lyrics
Songs
2025-01-08 21:30:51
আমার লক্ষ্য [How Far I'll Go] [Amar Lokho] lyrics
গভীর সমুদ্র দেখে মনে হয় কে যেন ডাকছে,
কেন এমন হয়?
ঢেউয়ে আসা-যাওয়া লেগে থাকে
কেউ বলে দাও কি করব?
আমি অজান্তে চলি এগিয়ে,
কিসের টানে আমি যাই এগিয়ে।
সেই জায়গাটায় যেখানে বারন,
কেন ওই জায়গায়।
যেখানে সাগরে আকাশে যায়,
কেউ জানে না আমার লক্ষ্য।
আমার চারিদিকে কার যেন হাতছানি।
তাই যদি হয় তাহলে যেখানে চাই সেখানেই দেখা হক
জানি এখানে সবাই আপন জন দেখো,
এরা কত সুখী, সবাই তো ঠিক আছে।
সবাই এদের ইচ্ছে মত চলে,
যখন তাদের যা বলা হয়, আমিও সেটাই করবো।
এক সাথে চলবো সাহস জোটাবো,
যেমনি থাকি আনন্দে থাকবো,
তবু কাদে আজ এই মন আমার,
কিসের অভাব।
যেখানে আলোর ওই ঢেউ ওঠে যে।
সেখানেই যে আমার লক্ষ্য
আমার পথের আলো ছড়ালো,
সে যে ডাকে - ওখানে কি আছে মাঝদরিয়াতে?
যে সাগরে আকাশ মিশে যায়ে।
কেউ বোঝে না আমার লক্ষ্য,
আমার চারিদিকে কার যেন হাতছানি -
যেন দেখি আবার আমার লক্ষ্য।
- Artist:Moana (OST)
- Album:Moana (মোয়ানা)