Imagine [Bengali translation]
Songs
2025-12-17 05:17:00
Imagine [Bengali translation]
মনে কর কোন স্বর্গ নাই
এটা তো সহজ যদি ভাব
আমাদের নিচে কোন নরকও নাই
উপরে শুধু আছে আকাশ
মনে কর সব মানুষ বেঁচে আছে
শুধু আজকের জন্যে ।
মনে কর কোথাও কোন দেশ নাই
এমন করা মোটেও কঠিন নয়
মরা বা হত্যার কিছুই নাই
মনে কর সব মানুষ
বেঁচে আছে সুখে
তুমি ......
তুমি বলতে পার, আমি স্বপ্ন দেখা
কিন্ত আমি একাই শুধু এমন নয়
আশা করি একদিন আমাদের সাথে তুমিও যোগ দিবে
আর এ পৃথিবী একদিন এমনই হবে
মনে কর কারও অধিকারে কিছু নাই থাকেনা
আমি ভাবি, যদি তুমি পার (যদি তুমি কিছু অধিকারে না রাখ)
লোভ আর অভাব হবে না
মনে কর (তাহলে) সব মানুষ
সারা পৃথিবী ভোগ করবে
আর এ পৃথিবী বেঁচে থাকবে একই ভাবে ।।
- Artist:Elton John