In einem anderen Leben [Bengali translation]
In einem anderen Leben [Bengali translation]
অন্য এক জীবনে
হয়তো তুমি আমাকে বুঝতে পারবে
চিরকাল শুধুমাত্র আমরা দুজন
হয়তো থাকবো অন্য এক জীবনে
তোমাকে ফোন দিবো, হয়তো উত্তর দিবে না
হয়তো তুমি গাড়ি চালাচ্ছো
আমি ভাবতে থাকি তুমি কোথায় আছো
হয় তুমি বাসায় একা বসে আছো
অথবা কেউ তোমার সঙ্গে রয়েছে
তুমি কখনই ফোনের প্রত্যুত্তর দাও না
এবং অনিশ্চয়তা ঘনিয়ে আসে
এটা শুধুমাত্র তোমার দোষ
তুমি কখনই আমাকে প্রথমে ফোন দাও না
তুমি বল যে তুমি আমাকে ভালবাসো
কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না
কারণ তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা কর না
অন্য এক জীবনে
হয়তো তুমি আমাকে বুঝতে পারবে
চিরকাল শুধুমাত্র আমরা দুজন
হয়তো থাকবো অন্য এক জীবনে
তুমি আমাকে ফোন দিচ্ছো, আমি উত্তর দিতে পারছি না
আমার হাতটি খালি নেই
আমি তোমাকে পরে ফোন করবো
অতঃপর তুমি আমাকে মেসেজে লিখ-
আমার সাথে দেখা করতে চাও, স্পষ্টতই জাহাজে যেতে চাও
আমি অবাক হই- আসলে এর উদ্দেশ্য কি?
এবং তুমি আমার সাথে আটকে থাক
তুমি নিজের সত্তা নিয়েই বিভ্রান্ত
আমাকে ভালবাসার আগে নিজেকে ভালোবাসো
নিজেকে আলাদা করার চেষ্টা করেছি
কিন্তু আমার নিজের জন্য সময় দরকার
হয়তো দরকার নেই
অন্য এক জীবনে
হয়তো তুমি আমাকে বুঝতে পারবে
চিরকাল শুধুমাত্র আমরা দুজন
হয়তো থাকবো অন্য এক জীবনে
সবকিছু ভালই যাচ্ছে বলে আমরা ছলনা করতেই পারি, কিন্তু কি লাভ?
ভালোবাসাকে তুমি জোর করতে পার না
তোমাকে না জেনেই আবারও দেখা করতে চাই
কেই বা রিসেট বোতামে চাপ দিতে চায়?
অন্য এক জীবনে
হয়তো তুমি আমাকে বুঝতে পারবে
চিরকাল শুধুমাত্র আমরা দুজন
হয়তো থাকবো অন্য এক জীবনে
- Artist:Namika
- Album:Que Walou (Deluxe Edition)