ইস্টিশনের রেল গাড়িটা [isṭiśanēra rēla gāṛiṭā] lyrics
Songs
2025-01-05 11:38:46
ইস্টিশনের রেল গাড়িটা [isṭiśanēra rēla gāṛiṭā] lyrics
ইস্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাঁটা
প্লাটফর্মে বইসা ভাবি
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
যখন ছাড়ে থামেনা রে
ভারী জংশন ধরেনা রে
জরিমানা হইয়া যাইবো
যদি টানো চেনটা
যদি টানো চেনটা
যদি টানো চেনটা
যদি টানো চেনটা
ইস্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাঁটা
প্লাটফর্মে বইসা ভাবি
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
গাড়ির টিটি বড়ই কড়া
টিকেট ছাড়া পড়লে ধরা
লাল ঘরে দেয় পাঠাইয়া
মোবাইল কোর্টের কেসটা
মোবাইল কোর্টের কেসটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
কখন বাজে বারোটা
- Artist:Runa Laila