Iswegh Attay [Bengali translation]
Songs
2025-12-12 23:46:09
Iswegh Attay [Bengali translation]
এই কষ্ট এক বিরাট বোঝা,
শুধু যদি আমার এই কারাগার এক বিশাল খোলা মাঠ হয়ে যেত!
আমি এক কাপ চা পান করলাম,
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
তুমি সেদিন কিছু বলেছিলে, জবাবে আমি কিছু বলিনি।
যদি আবার কখনো দেখা হয়, জবাব আমি দিব।
আমি এক কাপ চা পান করলাম,
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
এই রমণী, ক্ষণিকের জন্য যার দেখা পেলাম।
আমি বসলাম না, হাটুও গাড়লাম না।
আমি এক কাপ চা পান করলাম,
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
শুধু যদি এই কারাগার এক দিগন্ত বিস্তৃত প্রান্তর হত!
আমি পাখির মত উড়ে যেতাম।
আমি এক কাপ চা পান করলাম,
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
সিংহটি নির্ভীক আর ব্যাঙটি দুর্বল।
তবে নির্ভীক সিংহের তুলনায়, দুর্বল ব্যাঙই পানির সন্ধান পেতে বেশী দক্ষ।
আমি এক কাপ চা পান করলাম,
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
-
-
আমি এক কাপ চা পান করলাম,
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
যা প্রথম আমার হৃদয় ঝলসে দিল।
- Artist:Tinariwen
- Album:Tassili