Jiya bina jage na re lyrics
Songs
2024-12-28 15:09:05
Jiya bina jage na re lyrics
পিয়া বিনা জাগে না রে
না রে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না...
আমি হব রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
তুই হলে রোদ আমি,রামধনু হই
ছিল সে শহর আমাদের...
ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সব ই বল
ছিলো রোজের চলাচল আমাদের
আমি হব রাত আর তুই হবি চাঁদ
জোছনায় ঘর আমাদের
জানবি না তুই, কষ্ট আমার
বলছে হাওয়া, অভিমানী...
মানবি না তুই, বললে হাজার
গল্প কথা আজকে জানি
দেখা পাওয়া হোলো না আমার
তুই হবি ঢেউ আর আমি হব জল
বানাবো সাগর আমাদের
আমি হব দোল আর পূর্ণিমা তুই
রাঙাবো শহর আমাদের
পিয়া বিনা জাগে না রে
না রে জিয়া লাগে না
পিয়া বিনা জিয়া লাগে না...
- Artist:Arijit Singh