কফি হাউস ২ / স্বপ্নের কফি হাউস [kaphi hā'usa 2 / sbapnēra kaphi hā'usa] lyrics

Songs   2024-12-28 01:45:45

কফি হাউস ২ / স্বপ্নের কফি হাউস [kaphi hā'usa 2 / sbapnēra kaphi hā'usa] lyrics

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,

আজ আর নেই

জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,

আজ আর নেই

নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে

এখানেই পুজোটা কাটাবে

কী এক জরুরি কাজে ঢাকার অফিস থেকে

মইদুলকেও নাকি পাঠাবে

একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা

আসবেনা অমল আর রমা রায়

আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে

ওদের কখনো কি ভোলা যায়?

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,

আজ আর নেই

জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,

আজ আর নেই

ওরা যেন ভালো থাকে একটু দেখিস তোরা

শেষ অনুরোধ ছিল ডিসুজার

তেরো তলা বাড়িতে সবকিছু আছে তবু

কিসের অভাব যেন সুজাতার

একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা

অভিমান ছিল খুব অমলের

ভালো লাগে দেখে তাই সেই সব কবিতাই

মুখে মুখে ফেরে আজ সকলের

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,

আজ আর নেই

জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,

আজ আর নেই

নাম যশ খ্যাতি আর অনেক পুরস্কার

নিখিলেশ হ্যাপি থেকে গিয়েছে

একটা মেয়ে বলে সুজাতা বিয়েতে তার

দুহাত উজার করে দিয়েছে

সবকিছু অগোছালো ডিসুজার বেলাতে

নিজেদের অপরাধী মনে হয়

পার্ক স্ট্রীটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায়

ইচ্ছে বা তার কোন শখে নয়

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,

আজ আর নেই

জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,

আজ আর নেই

কার দোষে ভাঙলো যে মইদুল বলেনি

জানি ওরা একসাথে থাকেনা

ছেলে নিয়ে মারিয়ম কোথায় হারিয়ে গেছে

কেউ আর কারো খোঁজ রাখেনা

নাটকে যেমন হয় জীবন তেমন নয়

রমা রয় পারেনি তা বুঝতে

পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন

হারালো সে চেনা মুখ খুঁজতে

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,

আজ আর নেই

জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,

আজ আর নেই

দেওয়ালের রঙ আর আলোচনা পোস্টার

বদলে গিয়েছে সব এখানে

তবুও প্রশ্ন নেই,

যে আসে বন্ধু সেই

আড্ডা তর্ক চলে সমানে

সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধুলো

হয়ত আসছে ফিরে আজ আবার

অমলের ছেলেটার হাতে উঠে এসেছে

ডিসুজার ফেলে যাওয়া সে গীটার

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,

আজ আর নেই

জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,

আজ আর নেই

Manna Dey more
  • country:India
  • Languages:Hindi, Bengali
  • Genre:Classical, Rock 'n' Roll
  • Official site:http://www.mannadey.in/
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Manna_Dey
Manna Dey Lyrics more
Manna Dey Featuring Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs