La Paloma [Bengali translation]
Songs
2026-01-02 23:11:56
La Paloma [Bengali translation]
একটি গান যে সেদিনের কথা মনে করায়
যেদিন সে গেলো চলে নীরবে সন্ধ্যেবেলায়
সে যে তার বিষণ্ণ সুর নিয়ে গেলো দূরে
রেখে গেলো আমায় একা আমার সাথে
একটি সাদা কপোত গান শোনায় ভোরবেলায়
পুরানো বিষাদ, আর বেদনা তার অন্তরে
উড়ে আসে সে যে নিঃশব্দে রোজ সকালে
আর দেখতে গেলেই, উড়ে চলে যায় যে সে
কোথায় যায় সে চলে
কেন আমার ডাক শোনে না সে?
কোথায় যায় সে আমায় কষ্ট দিয়ে
যখন সে থাকে না পাশে
সে যদি ফিরে আসে
থাকবো আমি তার অপেক্ষায়
প্রতিদিন, সেই ভোরবেলায়
তাকে আরো ভালোবাসবো বলে
- Artist:Julio Iglesias
- Album:Momentos (1982)