لو تعرفوه [Law ta3rafooh] [Bengali translation]
Songs
2024-12-25 05:56:28
لو تعرفوه [Law ta3rafooh] [Bengali translation]
যদি চি্নো তারে
যদি কোনদিন দেখ, যদি কথা হয় তার সনে
একজন তারে ভালবাসে কইও
যদি চিনো তারে
যদি দেখা হয় পুঁছো তারে
কেন দিনগুলো সে নিয়ে যায় ?
আর ভেবে দেখ তারে
সেও বিরহ আর আমিও বিরহিণী তার
আর সবাই চেনে তারে
যে হারিয়েছে তার প্রিয়ারে
পুঁছতে থাক তারে
কেমন আছে সে, আর সে কেমন আছে
আমি কি আছি তার মনের অন্দরে নাকি বাহিরে
সে আছে কি দুঃখে নাকি সুখে
আমি যা বলেছি, সব ব'লো তারে
যদি চিন তারে
যদি তোমাদের কথা হয় তার সনে
বিদায়ে তারে (আমার) সালাম জানাইও
যদি চিনো তারে
আমার সালাম ব'লো তারে
কেন অভিশাপ রাখে অন্তরে !!
- Artist:Elissa