আমাকে আমার মতো থাকতে দাও [Āmākē āmāra matō thākatē dā'ō] lyrics

Songs   2024-11-26 22:53:41

আমাকে আমার মতো থাকতে দাও [Āmākē āmāra matō thākatē dā'ō] lyrics

আমাকে আমার মতো থাকতে দাও,

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

আমাকে আমার মতো থাকতে দাও,

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।

যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক,

সব পেলে নষ্ট জীবন।

তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয়,

কিছু সন্ধ্যের গুড়ো হওয়া কাচের মতো।

যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও,

দূরবীণে চোখ রাখবো না না না (না না না না না না না)

এই জাহাজ মাস্তুল ছাড়খার,

তবু গল্প লিখছি বাঁচবার।

আমি রাখতে চাইনা আর তার,

কোন রাত-দূপুরের আবদার।

তাই চেষ্টা করছি বারবার,

সাঁতরে পাড় খোঁজার।

কখনো আকাশ বেয়ে চুপ করে,

যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।

চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুজোনা আমায়,

আশেপাশে আমি আর নেই।

আমার জন্য আলো জ্বেলোনা কেউ,

আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।

এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি,

শেষ ট্রেনে ঘরে ফিরবো না না না (না না না না না না না)

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,

তবু গল্প লিখছি বাঁচবার।

আমি রাখতে চাইনা আর তার,

কোন রাত-দূপুরের আবদার।

তাই চেষ্টা করছি বারবার,

সাঁতরে পাড় খোঁজার।

(না না না না না না না না না না না না না না না)

তোমার রক্তে আছে স্বপ্ন যতো,

তারা ছুটছে রাত্রি-দিন নিজের মতো।

কখনো সময় পেলে একটু ভেবো,

আঙুলের ফাকে আমি কই;

হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে,

যত শুকনো পেয়াজ কলি, ফ্রিজের শীতে;

আমি ওবেলার ডাল-ভাত ফুরিয়ে গিয়েছি,

বিলাসের জলে ভাসব না না না।

এই জাহাজ মাস্তুল ছাড়খাড়,

তবু গল্প লিখছি বাঁচবার।

আমি রাখতে চাইনা আর তার,

কোন রাত-দূপুরের আবদার।

তাই চেষ্টা করছি বারবার,

সাঁতরে পাড় খোঁজার।

(না না না না না না না না না না না না না না না)

Anupam Roy more
  • country:India
  • Languages:Bengali
  • Genre:Singer-songwriter
  • Official site:http://www.anupamroymusic.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Anupam_Roy
Anupam Roy Lyrics more
Anupam Roy Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs