Mon Mane Na [Mana mānē nā] lyrics
Songs
2025-12-06 02:08:44
Mon Mane Na [Mana mānē nā] lyrics
মন মানে না, মন মানে না
মন মানে না, মন মানে না।
দেখেছি শ্রাবণ তোমারই চোখে
বিরহ ব্যাথা কাঁদে বুকে,
তোমাকে দেখে তাই
নিজেকে ভুলে যাই,
ভালোবাসা মন ভোলে না
মন মানে না, মন মানে না
মন মানে না, মন মানে না।।
কখনো কি চাঁদ ছাড়া
জোছনা কে ভাবা যায়,
রাত ছাড়া এত তারা
আকাশে কি দেখা যায়।
তুমি ছাড়া আমি তাই
আঁধারে থেকে যাই,
আশা তবু প্রেম ভোলে না
ভালোবাসা মন ভোলে না।
- Artist:Sonu Nigam
- Album:I Love You