My Heart Will Go On [Bengali translation]
Songs
2025-02-21 02:29:09
My Heart Will Go On [Bengali translation]
প্রতি রাতে আমার স্বপ্নে
তোমায় দেখি, তোমায় অনুভব করি
এভাবেই তোমায় চিনি, চিনে যাবো।
দূর থেকে সূদর,
আমাদের মধ্যের দূরত্ব ঘুচিয়ে
আমায় তুমি দেখা দিলে, দিয়ে যাও।
দূরে কিংবা কাছে- যেখানেই আছো,
আমার বিশ্বাস হৃদয় রয়ে যাবে।
আরেকটিবার দরজা খোলো,
এই যে তুমি আমার হৃদয়ে আছো
আর আমার হৃদয়েই রয়ে যাবে।
ভালোবাসা একবার হয়েছে
তবে রয়ে যাবে চিরদিন
আর আমদের মিলন হওয়া অব্দি হাল ছাড়বো না।
ভালোবাসা শিখেছি তোমায় ভালোবেসে,
সত্যিকারে একবার তোমায় আঁকড়ে ধরে...
এ জীবনে যা চিরদিন রয়ে যাবে।
দূরে কিংবা কাছে- যেখানেই আছো,
আমার বিশ্বাস হৃদয় রয়ে যাবে।
আরেকটিবার দরজা খোলো,
এই যে তুমি আমার হৃদয়ে আছো
আর আমার হৃদয়েই রয়ে যাবে।
তুমি কাছে থাকলে কিছুতেই ভয় নেই
আর আমি জানি আমার হৃদয় রয়ে যাবে।
এভাবেই আমরা চিরদিন বেঁচে থাকবো,
আমার হৃদয়ে তুমি নিরাপদে থাকবে
আর আমার হৃদয় রয়ে যাবে, রয়ে যাবে।
- Artist:Céline Dion
- Album:Let's Talk About Love (1997)