নীল দিগন্তে ওই ফুলের আগুন [nīla digantē ō'i phulēra āguna] lyrics
Songs
2026-01-15 01:27:04
নীল দিগন্তে ওই ফুলের আগুন [nīla digantē ō'i phulēra āguna] lyrics
নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল ।
বসন্তে সৌরভের শিখা জাগল ॥
আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাঁধা ॥১॥
বুঝি ধরার কাছে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল ॥২॥
নীল দিগন্তে মোর বেদনখানি লাগল,
অনেক কালের মনের কথা জাগল ।
এল আমার হারিয়ে_যাওয়া কোন্ ফাগুনের পাগল হাওয়া ।
বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগল,
সর্ষেক্ষেতে ঢেউ হয়ে তাই জাগল ॥৩॥
- Artist:Rabindranath Tagore