One more time [Bengali translation]

Songs   2024-12-26 11:25:38

One more time [Bengali translation]

আমার কিছু করবই না

কোথাও যাব না

আমার জীবনে কেঊ নাই

আমি ছাড়া কৈফিয়ত নেবার কেউ নাই ।।

আর কোন মোমবাতি নয়

নয় কোন বেগুনী আকাশ

আমার আপনও কেউ নয়

যেমন আমার হৃদয় ধীরে ধীরে ম;রে যায় ।।

যদি তোমাকে আর একবার ধরতে পারতাম

তেমন করে যখন তুমি আমার ছিলে

আমি অন্ধ হওয়া অবধি তোমারেই দেখতাম

তাহলেই তুমি আমার কাছে থাকতে ।।

তোমাকে অনুরোধ করত্ম শুধু একবার হাসতে

আমি শিশুর মত গড়াতাম মুহূর্তে

সারা দুনিয়া থামিয়ে দিতাম যদি শুধু

তোমাকে আর একবার ধরতে পারতাম ।।

আমি রেখেছি মুখচ্ছবি স্মরনে

আমি জানি তোমার স্পর্শ মরমে

আজও আমি হারায়ে যাই তোমার আলিঙ্গনে

আমি স্বপ্ন তুমি আছ কোনখানে ।।

যদি তোমাকে আর একবার ধরতে পারতাম

তেমন করে যখন তুমি আমার ছিলে

আমি অন্ধ হওয়া অবধি তোমারেই দেখতাম

তাহলেই তুমি আমার কাছে থাকতে ।।

তোমাকে অনুরোধ করত্ম শুধু একবার হাসতে

আমি শিশুর মত গড়াতাম মুহূর্তে

সারা দুনিয়া থামিয়ে দিতাম যদি শুধু

তোমাকে আর একবার ধরতে পারতাম ।।

আরও একবার

  • Artist:Laura Pausini
  • Album:The Best Of - E Ritorno Da Te (2001)
Laura Pausini more
  • country:Italy
  • Languages:Italian, Spanish, English, Portuguese+4 more, French, Latin, Sicilian, Catalan
  • Genre:Pop, Pop-Rock, Singer-songwriter
  • Official site:http://laurapausini.com
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Laura_Pausini
Laura Pausini Lyrics more
Laura Pausini Featuring Lyrics more
Laura Pausini Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs