Open your eyes [Bengali translation]

Songs   2025-01-04 18:15:03

Open your eyes [Bengali translation]

আমি স্পষ্ট দেখি পুরনো স্মৃতি চারনে

যা আমাকে খুন (নিঃশ্বেষ) করেছে

আমার চেনা সেই চোখ দিয়ে

এক বড় দিক বলয়, যাকে যেতে দিতে হল

এসবকিছু আমারই ছিল

ধ্রূবকের মত এটা আমার জন্য বোঝা হল

বিশ্বাস যোগ্য নয় আর বিশ্বাস করতেও পারিনাই

হারিয়েছি বিশ্বস্ততা আর ভালবাসা

যখন দিন ফুরাল

তারা কি তাদের চোখ খুলবে

আর আমরা এক তা কি বুঝবে

একে একে আমরা দাঁড়িয়েছি একা

আমাদের সুদিন না আসা পর্যন্ত

যখন তারা তাদের চোখ খুলবে

আর আমরা এক যখন বুঝবে

আমি তাই করি যেমন ইচ্ছে হয় আজ

কিন্তু কেমনে জানি সূর্য নিস্তেজ হবে

অন্ধকার দিন মনে হয়

যা আমার মাঝে বাসা বাঁধে

তারপরও আমি চলি

এপথে একা চলা কঠিন

কোন পথে যেতে হবে জানা ও কঠিন

দিন কি আমি কখনও জমাতে পারি

এদিনের কি বদল হয় কখনও

তারা কি তাদের চোখ খুলবে

আর আমরা এক তা কি বুঝবে

তবুও আজ যাচ্ছে চলে

আমি জানি আমাদের দিন ফিরে আসবে

যখন তারা তাদের চোখ খুলবে

আর আমরা এক যখন বুঝবে

তারা কি তাদের চোখ খুলবে

আর আমরা এক তা কি বুঝবে

(এপথে একা চলা কঠিন

কোন পথে যেতে হবে জানা ও কঠিন)

একে একে আমরা দাঁড়িয়েছি একা

আমাদের সুদিন না আসা পর্যন্ত

যখন তারা তাদের চোখ খুলবে

আর আমরা এক যখন বুঝবে

(হারিয়েছি বিশ্বস্ততা আর ভালবাসা যখন দিন ফুরাল)

তারা কি তাদের চোখ খুলবে

আর আমরা এক তা কি বুঝবে

Alter Bridge more
  • country:United States
  • Languages:English
  • Genre:Alternative, Hard Rock, Metal
  • Official site:http://www.alterbridge.com/
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Alter_Bridge
Alter Bridge Lyrics more
Alter Bridge Featuring Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs