পথহারা পাখি [Pothhara pakhi] [Transliteration]
Songs
2025-12-07 12:37:38
পথহারা পাখি [Pothhara pakhi] [Transliteration]
পথহারা পাখি
কেঁদে ফিরে একা।
আমার জীবনে শুধু-
আঁধারের লেখা। (৩)
বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে,
আশ্রয় যাচি হায় কাহারো কাছে (২)
বুঝি দুখোনিশি মোর
হবে না, হবে না ভোর,
ফুটিবে না আশার আলোক রেখা
আমার জীবনে শুধু
আঁধারের লেখা
পথহারা পাখি।
কেঁদে ফিরে একা।
- Artist:Junoon