Prenses [Hindi translation]
Songs
2025-12-08 07:48:34
Prenses [Hindi translation]
তুমি কোন বিজয়ের কথা বলছো?
তুমিতো ভালোবাসা আর যুদ্ধের মাঝে তালগোল পাকিয়ে ফেলেছো
তোমার এই অন্ধকারের বলয় থেকে বেরিয়ে এসো
তুমি সবসময় আমাকে তোমার শত্রু ভেবেছো
একবার শুধু আমার সাথে প্রতিযোগিতায় লড়ো
আমিতো তাই চাই
নারীর শক্তিকে ছোট করে দেখো না
আমার ধারণা তোমার মাঝে পুরুষত্বের গর্ব আছে
নিজেকে ধ্বংস করো না, কঠিন পরিস্থিতির মুখোমুখি হও
তুমি আমাকে উগ্র বলতেই পারো
কেউ যদি আমাকে ভালো না বাসে তবে আমি চিরকাল ভিনদেশি হয়েই রইব
আমার বাবার বাড়িতে আমি রাজকন্যার মত ছিলাম
আমার স্বাধীনতার উপর কালোহাত যেন আমার জন্য একটি তিরস্কারের মতই।
- Artist:Hadise
- Album:Tavsiye (2014)