রূপকথারা [Roopkathara] [Transliteration]
রূপকথারা [Roopkathara] [Transliteration]
শহরে হঠাৎ আলো চলাচল , জোনাকি নাকি স্মৃতি দাগে ...
কাঁপছিল মন , নিরালা রকম , ডাকনাম নামলো পরাগে |
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
বোবা ইমারত , অকুলানো পথ, শালিকের সৎ অনুরাগে ,
বলেছে আবার জানলার ধার , ধার-বাকি হাতে চিঠি জাগে !
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
রোদেলা বেলার, কবিতা খেলার, শীত-ঘুম বই-এর ভাঁজে,
বেসামাল ট্রাম, মুঠোর বাদাম, জ্বালাতনে গাংচিলটা যে |
ঝরে একাকার, বালি ধুলো তার , তুলো তুলো বেখেয়াল |
হঠাৎ শহর, পুরনো মোহর, মহড়া সাজানো আবডালে |
লজ্জা চিবুক, বানভাসি সুখ, শুক-সারি গল্প নাগালে |
কে হারায় ... ইশারায় ...
সাড়া দাও ফেলে আসা গান ...
রূপকথারা রা রা রা রা
চুপকথারা রা রা রা রা
ফুরফুরে এক রোদের জন্মদিন !
মনপাহারা রা রা রা রা
বন্ধুরা রা রা রা রা
আজ খোলা আলটুসি ক্যান্টিন !
- Artist:Shreya Ghoshal
- Album:Aparajita Tumi (অপরাজিতা তুমি)