Seni Sevmediğim Yalan [Bengali translation]
Songs
2026-01-16 09:40:34
Seni Sevmediğim Yalan [Bengali translation]
মিথ্যা মিথ্যা মিথ্যা
তোমারে ভালবাসিনা মিথ্যা বলেছিলাম
রাগ করে বলেছিলাম মিথ্যা
তোমারে ভালবাসিনা মিথ্যা বলেছিলাম
তুমি নাই তো যেন কিছুই নাই
তুমি আছ যেন সবকিছু ঠিক আছে
যা আছে নিয়ে যাক
সব ভাগ করে নিয়ে যাক
তুমি আমার একার, তোমার ভাগ দেব না।।
মিথ্যা মিথ্যা মিথ্যা
তোমারে ভালবাসিনা মিথ্যা বলেছিলাম
রাগ করে বলেছিলাম মিথ্যা
তোমারে ভালবাসিনা মিথ্যা বলেছিলাম ।।
মিথ্যা মিথ্যা মিথ্যা
তোমারে ভুলবো তা মিথ্যা
শিশুসুলভ এক ভালবাসা জাগে হৃদয়ে
তোমারে দেখলে ,
তুমি নাই তো যেন কিছুই নাই
তুমি আছ যেন সবকিছু ঠিক আছে
যা আছে নিয়ে যাক
সব ভাগ করে নিয়ে যাক
তুমি আমার একার, তোমার ভাগ দেব না।।
মিথ্যা মিথ্যা মিথ্যা
তোমারে ভালবাসিনা মিথ্যা বলেছিলাম
রাগ করে বলেছিলাম মিথ্যা
তোমারে ভালবাসিনা মিথ্যা বলেছিলাম
- Artist:Ebru Gündeş
- Album:Kaçak