শেষ দেখা [Shesh Dekha] lyrics

Songs   2024-12-25 15:17:23

শেষ দেখা [Shesh Dekha] lyrics

কাছে তুমি, বুঝিনি তুমি কার-

আজ তুমি নেই.

যাই করি যেদিকে যা দেখতে পাই,

সবকিছুই তুমিময়।

ভুল আমারই আমি বুঝিনি,

হারিয়ে খুঁজি তোমায়।

শেষ দেখায় মাথা নত; বলেছো

ভাল কি আমায় বাসো?

জবাবে আমি

না বুঝেই বলেছি – ভাল থেকো।

যা দেবার আমি দিতে পারিনি

জমা আছে তা

যে কথা আজও বলা হয়নি

বলতে নেই দ্বিধা

ভুল আমারই আমি বুঝিনি,

হারিয়ে খুঁজি তোমায়।

শেষ দেখায় মাথা নত; বলেছো

ভাল কি আমায় বাসো?

জবাবে আমি

না বুঝেই বলেছি – ভাল থেকো। x4

  • Artist:Topu
  • Album:সে কে
Topu more
  • country:Bangladesh
  • Languages:Bengali
  • Genre:Pop
  • Official site:https://www.facebook.com/topufanpage
  • Wiki:
Topu Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs