İstanbul [Bengali translation]
Songs
2026-01-11 11:46:45
İstanbul [Bengali translation]
পাঁচ মিনিট ইঞ্জিন চললেই
আমি নেমে যাব এক অজানায়
পেছনে আমার সামুদ্রিক-শঙ্খচিল চিৎকার করে
আমাকে চলে যেতে হবে
এখন, আমার প্রিয়তমা
চারিদিকে বাঁজে আযান ধ্বনি
বসফোরাসে জাহাজের শব্দ শুনি ।
আমার কন্ঠস্বর হাজার মানুষের মত হলো
আমার চোখ হাজার মানুষের চোখের মত আজ
তোমার চোখগুলোতে ইস্তাম্বুল
ইস্তাম্বুল তোমার চোখগুলোতে আজ ।।
পাঁচ মিনিট ইঞ্জিন চললেই
আমি নেমে যাব এক অজানায়
পেছনে আমার সামুদ্রিক-শঙ্খচিল চিৎকার করে
আমাকে চলে যেতে হবে
এখন, আমার প্রিয়তমা
চারিদিকে বাঁজে আযান ধ্বনি
বসফোরাসে জাহাজের শব্দ শুনি ।
তোমার চোখদুটো কি এ পর্যন্তই
এ পর্যন্তই কি তোমার জোড়া দুঃখ
তোমার হাতদুটোই ইস্তাম্বুল
ইস্তাম্বুল তোমার হাতদুটোই আজ
তোমার হাতদুটোই ইস্তাম্বুল
ইস্তাম্বুল তোমার দুঃখই আজ ।।
- Artist:Birsen Tezer