Thinking Out Loud [Bengali translation]

Songs   2025-01-04 18:02:57

Thinking Out Loud [Bengali translation]

যখন তোমার পা গুলো আর আগের মতো কাজ করবে না

আর যখন আমি তোমাকে আগের মতো ভালোবাসায় পাগল করতে পারবো না

তখনো কি তোমার মুখ আমার ভালোবাসার স্বাদ মনে রাখবে?

তখনো কি তোমার চোখ থেকে গালে হাসি ঝরে পড়বে?

প্রিয়তমা, আমি ৭০ বছর পর্যন্ত তোমাকে ভালোবাসব

আর প্রিয়তমা, আমার হৃদয় তখনো ২৩ বছরের মতো শক্ত থাকবে

আমি ভাবছি কিভাবে মানুষ রহস্যজনক উপায়ে ভালোবাসে

সম্ভবত শুধু হাতের একটি স্পর্শ

আমি প্রতিটা দিন তোমায় ভালোবেসে ফেলি

আর আমি তোমাকে এটা বলতে চাই

তাই, এখন

আমাকে তোমার ভালোবাসার হাতে জড়াও

হাজার তারার আলোতে আমাকে চুমু খাও

আমার কম্পিত হৃদয়ে তোমার মাথা রাখো

আমি চিন্তা করছি

সম্ভবত আমরা ঠিক এখানেই ভালোবেসে ছিলাম

যখন আমার সব চুল পড়ে যাবে, আমার স্মৃতিশক্তি মলিন হয়ে যাবে

যখন মানুষ আমার নাম মনে রাখবে না

যখন আমার হাত দিয়ে গিটারের তার আগের মতো বাজাতে পারবো না

আমি জানি তুমি তখনো আমাকে ঠিক আগের মতোই ভালোবাসবে

কারণ, প্রিয় তোমার মন কখনো বুড়ো হবে না, এটা চির অম্লান

আর বাবু, তোমার হাসিটা চিরকাল আমার মনে থাকবে

আমি ভাবছি কিভাবে মানুষ রহস্যজনক উপায়ে ভালোবাসে

সম্ভবত এটা কোন একটা পরিকল্পনার অংশ

আমি একই ভুল বারবার করতে থাকবো

আশা করি তুমি বুঝবে

তাই বাবু এখন

আমাকে তোমার ভালোবাসার হাতে জড়াও

হাজার তারার আলোতে আমাকে চুমু খাও

আমার কম্পিত হৃদয়ে তোমার মাথা রাখো

আমি চিন্তা করছি

আমরা যেখানে আছি সেখানেই ভালোবাসা খুঁজে পাবো

লা লা লা, লা লা লা, লা লা লা

তাই এখন

আমাকে তোমার ভালোবাসার হাতে জড়াও

হাজার তারার আলোতে আমাকে চুমু খাও

ওহ, প্রিয়তমা, তোমার মাথা আমার কম্পিত হৃদয়ে রাখো

আমি চিন্তা করছি

আমরা যেখানে আছি সেখানেই ভালোবাসা খুঁজে পাবো

ওহ, আমরা যেখানে আছি সেখানেই ভালোবাসা খুঁজে পাবো

এবং আমরা যেখানে আছি সেখানেই ভালোবাসা খুঁজে পাবো

Ed Sheeran more
  • country:United Kingdom
  • Languages:English, Spanish, Gaelic (Irish Gaelic), Italian+2 more, Korean, Russian
  • Genre:Alternative, Folk, Pop, Pop-Folk, R&B/Soul, Singer-songwriter
  • Official site:http://edsheeran.com
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Ed_Sheeran
Ed Sheeran Lyrics more
Ed Sheeran Featuring Lyrics more
Ed Sheeran Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs