Tomorrow is such a Long Time [Bengali translation]

Songs   2025-01-08 10:29:16

Tomorrow is such a Long Time [Bengali translation]

যদি 'আজ' সুদীর্ঘ রাজপথ না হতো,

যদি 'আজ রাত' দুর্গম রাস্তা না হতো,

যদি 'আগামীকাল' আসতে এতো বেশি সময় না লাগতো,

তবে একাকীত্বের কোনো মানে থাকতোনা।

হ্যাঁ, আর কেবল যদি আমার সত্যিকারের প্রেম অপেক্ষায় থাকতো,

হ্যাঁ, আর কেবল যদি আমি তার কোমল হৃদস্পন্দন শুনতে পারতাম,

কেবল যদি সে আমার পাশে শুয়ে থাকতো,

তবে আমি আরেকবার আমার বিছানায় শুতাম।

আমি পানিতে আমার প্রতিবিম্ব দেখতে পাইনা,

আমি ব্যথাহীন কোনো কথা বলতে পারিনা,

আমার পায়ের শব্দ শুনতে পাইনা,

আমার নামটা শুনতে কেমন তাও ভুলে গেছি।

হ্যাঁ, আর কেবল যদি আমার সত্যিকারের প্রেম অপেক্ষায় থাকতো,

হ্যাঁ, আর কেবল যদি আমি তার কোমল হৃদস্পন্দন শুনতে পারতাম,

কেবল যদি সে আমার পাশে শুয়ে থাকতো,

তবে আমি আরেকবার আমার বিছানায় শুতাম।

গেয়ে চলা রূপোলি নদীর সউন্দর্য্য আছে,

আকাশে সূর্যোদয়ের সউন্দর্য্য আছে,

কিন্তু এগুলো বা অন্য কোনোকিছুর সাথে তুলনা হয়না

আমার ভালবাসার মানুষটার চোখে যে সউন্দর্য্য আছে।

হ্যাঁ, আর কেবল যদি আমার সত্যিকারের প্রেম অপেক্ষায় থাকতো,

হ্যাঁ, আর কেবল যদি আমি তার কোমল হৃদস্পন্দন শুনতে পারতাম,

কেবল যদি সে আমার পাশে শুয়ে থাকতো,

তবে আমি আরেকবার আমার বিছানায় শুতাম।

Nick Drake more
  • country:United Kingdom
  • Languages:English
  • Genre:Folk, Pop-Folk, Rock
  • Official site:http://www.brytermusic.com
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Nick_Drake
Nick Drake Lyrics more
Nick Drake Featuring Lyrics more
Nick Drake Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs