Treat You Better [Bengali translation]
Treat You Better [Bengali translation]
মিথ্যা বলবো না তোমাকে
আমি শুধু জানি সে তোমার যোগ্য নয়
আর আমি যদি বাদ যাই বলতে পারো
আমি দেখি তা তোমার মুখে
যখন তুমি বলো সে ই একজন যাকে তুমি চাও
তুমি তোমার সব সময় খরচ করছ
এই ভুল পরিস্থিতিতে
যেকোন সময় তুমি এটাকে থামাতে চাইবে
আমি জানি আমি তোমাকে ভালো রাখতে পারবো
সে যতটুকু পারবে তারচেয়ে বেশি
আর তোমার মতো যেকোনো মেয়ে একজন ভদ্রলোককে পাবে
বলো কেনো আমরা সময় অপচয় করছি?
তোমার এই সব ভুল
আমি থাকার উচিত
আমি জানি আমি তোমাকে ভালো রাখতে পারবো
তার চেয়ে উত্তম
আমি সময়কে তোমার জন্য থামাব
যখনি তুমি বল তুমি আমাকে খুব চাই
এই আমি শুধু দিতে চাই তোমাকে সে ভালোবাসা যা তুমি পাওনি
বাবু,তোমার সাথে উঠার জন্যে
যা আমি চাই তার সবই আর এই যা কিছু ভিন্ন
বল তুমি কি করতে চাও
আমি জানি আমি তোমাকে ভালো রাখতে পারবো
সে যতটুকু পারবে তারচেয়ে বেশি
আর তোমার মতো যেকোনো মেয়ে একজন ভদ্রলোককে পাবে
বলো কেনো আমরা সময় অপচয় করছি?
তোমার এই সব ভুল
আমি থাকার উচিত
আমি জানি আমি তোমাকে ভালো রাখতে পারবো
তার চেয়ে উত্তম
তার চেয়ে উত্তম
আমায় একটা কারন দাও
আমার হাতে ধর,আমরা ভালো থাকব
কসম আমি তোমায় ভুলব না
কিন্তু জানি তুমি দেবে না
একাই করতে হবে
কসম আমি তোমায় ভুলব না
আমি জানি আমি তোমাকে ভালো রাখতে পারবো
সে যতটুকু পারবে তারচেয়ে বেশি
আর তোমার মতো যেকোনো মেয়ে একজন ভদ্রলোককে পাবে
বলো কেনো আমরা সময় অপচয় করছি?
আমার তোমার সাথে থাকা উচিত ছিল
আমি থাকার উচিত
আমি জানি আমি তোমাকে ভালো রাখতে পারবো
তার চেয়ে উত্তম
তার চেয়ে উত্তম
তার চেয়ে উত্তম
- Artist:Shawn Mendes
- Album:Illuminate