Valobashi lyrics

Songs   2024-12-25 15:51:10

Valobashi lyrics

এত ভেবে কি হবে , ভেবে কে করেছে কি কবে

ভাবছি না আজ, যা হবে হবার ।

এত দিন পারি নি , জানও তো আমি এমনি ,

বলতে চাই আজ , এখনি বলে দিই ।

ভালবাসি । ভালবাসি । ভালবাসি । ভালবাসি ।

চুপ করে থেক না / কিছু তো বল হ্যাঁ অথবা না

হ্যাঁ যদি হয় হবে / না যদি হয় তবে / কিছু বল না।

তুমি ভেব না , ভাঙ্গবে না বন্ধুত্বটা

হ্যাঁ যদি হয় হবে / না যদি হয় তবে / কিছু বল না।

ভালবাসি(তোমাকে) । ভালবাসি । ভালবাসি(তোমাকে) । ভালবাসি ।

ভালবাসি(তোমাকে) । ভালবাসি । ভালবাসি(তোমাকে) । ভালবাসি ।

এত ভেবে কি হবে , ভেবে কে করেছে কি কবে

ভাবছি না আজ, যা হবে হবার ।

এত দিন পারি নি , জানও তো আমি এমনি ,

বলতে চাই আজ / এখনি বলে দিই ।

ভালবাসি(এ টুকু শুধু বলার)। ভালবাসি(তুমি শুনে নাও আবার)। ভালবাসি(ফিরিয়ে দিও না)। ভালবাসি ।

ভালবাসি(এ টুকু শুধু বলার)। ভালবাসি(তুমি শুনে নাও আবার)। ভালবাসি(ফিরিয়ে দিও না)। ভালবাসি ।

ভালবাসি(এ টুকু শুধু বলার)। ভালবাসি(তুমি শুনে নাও আবার)। ভালবাসি(ফিরিয়ে দিও না)। ভালবাসি ।

ভালবাসি(এ টুকু শুধু বলার)। ভালবাসি(তুমি শুনে নাও আবার)। ভালবাসি(ফিরিয়ে দিও না)। ভালবাসি ।

  • Artist:Topu
  • Album:se ke
Topu more
  • country:Bangladesh
  • Languages:Bengali
  • Genre:Pop
  • Official site:https://www.facebook.com/topufanpage
  • Wiki:
Topu Lyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs