What Do You Mean? [Bengali translation]

Songs   2025-01-01 07:32:19

What Do You Mean? [Bengali translation]

তুমি কি চাও? ও

যখন তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বল

কিন্তু তুমি না ৰলতে চাও

তুমি কি চাও? ও..

যখন তুমি চাও না আমি চলে যায়

কিন্তু তুমি আমাকে যেতে বলো

তুমি কি চাও?

ও,তুমি কি চাও?

তুমি ৰললে তোমাৱ সময় নেই,তুমি কি চাও?

ও,ও,ও,তুমি কি চাও?

একটু ভেবে বলো

তুমি কি চাও?

আপনি, তাই দ্বিধান্বিত হয়ে গেলে আমি কি বলছি

তাল মেলাতে চাইছি, তোমার মন রাখতে চাইছি

তুমি খুশি না অভিযোগ করছো আমি জানি না

আমি চাই না আমাদের সম্পর্কটা শেষ হোক, কিন্তু কিভাবে শুরু করবো?

প্রথমে বলো বামে যাবো তারপর বলো ডানে

চাই সারাদিন ঝগড়া করতে, সারারাত প্রেম করতে

প্রথমে তুমি খুসি থাকো, তার পর মুহূর্তেই মন খারাপ

আমি জানতে চাই

তুমি কি চাও? ও

যখন তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বল

কিন্তু তুমি না ৰলতে চাও

তুমি কি চাও? ও..

যখন তুমি চাও না আমি চলে যায়

কিন্তু তুমি আমাকে যেতে বলো

তুমি কি চাও?

ও,তুমি কি চাও?

তুমি ৰললে তোমাৱ সময় নেই,তুমি কি চাও?

ও,ও,ও,তুমি কি চাও?

একটু ভেবে বলো

তুমি কি চাও?

যখন আমি চলে যাই তখন তুমি আমার ব্যপারে রক্ষনশীল হও

মেনে নেওয়ার চেষ্টা করি কিন্তু আমি হেরে যায়

যখন আমি একটা বিষয়ে কথা বলি, কিন্তু তুমি উপদেশ দেওয়া শুরু করো

তুমিই আমাকে শুরু করতে বলো, কিন্তু শেষটা তুমিই করো

প্রথমে বলো বামে যাবো তারপর বলো ডানে

চাই সারাদিন ঝগড়া করতে, সারারাত প্রেম করতে

প্রথমে তুমি খুসি থাকো, তার পর মুহূর্তেই মন খারাপ

আমি জানতে চাই

তুমি কি চাও? ও

যখন তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বল

কিন্তু তুমি না ৰলতে চাও

তুমি কি চাও? ও..

যখন তুমি চাও না আমি চলে যায়

কিন্তু তুমি আমাকে যেতে বলো

তুমি কি চাও?

আমি জানবো

ও,তুমি কি চাও?

তুমি ৰললে তোমাৱ সময় নেই,তুমি কি চাও?

(ও সোনা)

ও,ও,ও,তুমি কি চাও?

একটু ভেবে বলো

তুমি কি চাও?

ওহ,ওহ

(এটা আমাদের সোনা, হ্যাঁ আমাদের)

যখন তুমি মাথা নাড়িয়ে হ্যাঁ বল

কিন্তু তুমি না ৰলতে চাও

তুমি কি চাও? ও..

(আপনি তাই শিশুর বিভ্রান্ত করছেন)

যখন তুমি চাও না আমি চলে যায়

কিন্তু তুমি আমাকে যেতে বলো

তুমি কি চাও?

(আরও স্পষ্টভাষী হও)

ও,তুমি কি চাও?

তুমি ৰললে তোমাৱ সময় নেই,তুমি কি চাও?

ও,ও,ও,তুমি কি চাও?

একটু ভেবে বলো

Justin Bieber more
  • country:Canada
  • Languages:English, French, Spanish
  • Genre:Pop
  • Official site:http://justinbiebermusic.com
  • Wiki:http://en.wikipedia.org/wiki/Justin_Bieber
Justin Bieber Lyrics more
Justin Bieber Featuring Lyrics more
Justin Bieber Also Performed Pyrics more
Excellent Songs recommendation
Popular Songs
Artists
Songs