যখন থামবে কোলাহল [yakhana thāmabē kōlāhala] lyrics
Songs
2025-01-05 12:21:56
যখন থামবে কোলাহল [yakhana thāmabē kōlāhala] lyrics
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারা টামিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকেই আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোন
আমি আর দূরে নেই যেন
একটু পরেই দেখা হবে দুজনাতে
যখন দখিন বাতাস গায় পরশ বুলাবে এসে
জেনো এসে গেছি আমি
অবশেষে বাসনার সেই নদীতীরে চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেঁদো নাকো বেদনাতে।
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারা টামিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকেই আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
- Artist:Runa Laila