Bizim Hikaye [Bengali translation]
Songs
2025-02-18 04:38:31
Bizim Hikaye [Bengali translation]
আঁধারে একটা আগুন জ্বালাও
তোমার আত্মাকে দাও, দাও আগুনের কাছে।
তোমার কাঁধে একটা জীবনের বোঝা
তোমার মুখ ফেরাও, ফেরাও সূর্যের দিকে
আমরা সূর্যে পৌঁছাতে চেষ্টা করেছিলাম,
বুঝিনি আমরাই আগুনে গলে যাব।
আমাদের জুতা ছেঁড়া ছিল,
কিন্তু আমরা কাঁটাভরা পথে দৌড়াচ্ছিলাম।
আহা, কোথায় সেই পুরোনো দিনগুলির আনন্দ?
আমরা জেনেবুঝে আগুনে ঝাঁপ দিয়েছিলাম।
আমাদের হাত কেউ ধরেনি,
কষ্টগুলো একের পর এক এসেছে।।
তুমি কি আমার পাশে থাকোনি?
তুমি কি আমাকে ভরসা দাওনি?
তুমি আমার পাশে ছিলে না।
আজ রাতেও তুমি আমার হাত ধরে নেই।।
- Artist:Çağatay Akman