Love Letters In The Sand [Bengali translation]
Songs
2025-12-07 07:22:42
Love Letters In The Sand [Bengali translation]
আজকের মত একদিন
আমরা দিন কাটাতাম
বালিচরে প্রেম পত্র লিখে
তুমি কত হাসতে, যাখন আমি কাঁদতাম
প্রতিবার আমি দেখতাম, স্রত
নিয়ে গেছে আমাদের প্রেম পত্র বালুচর হ'তে
তুমি ভাব (পণ) করতে যে তুমি সারা জিবনই সত্য হবে
কিন্ত যেকোনো ভাবে, তোমার কোন কিছুই হয়নি সে পণে
এখন আমার এ ভাঙ্গা হৃদয় ব্যাথিত
ভাঙ্গা সেই প্রতি ঢেউয়ের সাথে
সেই বালুচরের প্রেম পত্রের বিষয়ে
এখন আমার এ ভাঙ্গা হৃদয় ব্যাথিত
ভাঙ্গা সেই প্রতি ঢেউয়ের সাথে
সেই বালুচরের প্রেম পত্রের বিষয়ে
- Artist:Pat Boone