শীতের হাওয়ায় লাগলো নাচন [śītēra hā'ōẏāẏa lāgalō nācana] lyrics
Songs
2025-12-11 06:07:49
শীতের হাওয়ায় লাগলো নাচন [śītēra hā'ōẏāẏa lāgalō nācana] lyrics
শীতের হাওয়ায় লাগলো নাচন
আম্লকির এই ডালে ডালে ।
পাতাগুলি শিরশিরিয়ে
ঝরিয়ে দিলো তালে তালে ॥১॥
উড়িয়ে দেবার মাতন এসে
কাঙাল তারে করলো শেষে
তখন তাহার ফলের বাহার
রইল না আর অন্তরালে ॥২॥
শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
তারি লাগি রইনু বসে সকল বেলা ।
শীতের পরশ থেকে থেকে যায় বুঝি
ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে
কখন কোন্ সকালে ॥৩॥
- Artist:Rabindranath Tagore