Журавли [Zhuravli] [Bengali translation]
Songs
2025-12-07 06:45:41
Журавли [Zhuravli] [Bengali translation]
মাঝে মাঝে মনে হয়ে ওই বীর সেনানী,
রক্তাক্ত রণক্ষেত্র থেকে যারা ফেরেনি,
শ্রদ্ধায় শায়িত যাদের করা যায়নি,
তারা সবাই কি সাদা বক পাখি হয়নি |
কত যুগ ধরে এইভাবেই হয়ে চলেছে
বক পাখিরা সব উড়েছে ও ডেকেছে |
হয়তো তাই যারা বাকি রয়ে গিয়েছে
দুঃখে নিঃশব্দে আকাশের পানে চেয়েছে?
উড়ে যায় ওরা উচুঁ থেকে উচুঁতে,
উড়ে যায় ওরা সকাল থেকে রাত্রে,
ওদের ঝাঁকের মাঝের শূন্য জায়গাটিতে,
উড়বো হয়তো, আমিও একদিন ওদের সাথে |
উড়ে যাওয়ার দিন যে আমার আসবে
ওই বক পাখিদের সাথে নীল আকাশে,
ওদের মতকরে আমিও ডাকবো যে
ফেলে আসা আমার প্রিয়জনদেরকে |
মাঝে মাঝে মনে হয়ে ওই বীর সেনানী,
রক্তাক্ত রণক্ষেত্র থেকে যারা ফেরেনি,
শ্রদ্ধায় শায়িত যাদের করা যায়নি,
তারা সবাই কি সাদা বক পাখি হয়নি |
- Artist:Mark Bernes