যে জন প্রেমের ভাব জানে না [yē jana prēmēra bhāba jānē nā] lyrics
Songs
2025-01-05 11:57:12
যে জন প্রেমের ভাব জানে না [yē jana prēmēra bhāba jānē nā] lyrics
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকলসোনা
সে জন সোনা চেনে না
কুটা – কাঁটায় মানিক পাইল রে
অথই পানিতে ফেলিয়া দিল রে
সাত রাজার ধন মানিক হারাইয়া
ওহায়রে
কুটা- কাঁটায় মন যে মানে না
সে জন মানিক চেনে না
উল্লুকের থাকিতে রে নয়ন
না দেখে সে রবির কিরণ
কি কব দুঃখের কথা
ও আমি
সে জন ভাব জানে না
সে জন মানিক চেনে না
পিঁপড়া বোঝে চিনির দাম,
ও বানিয়ায় চিনে সোনা
মাটির প্রেমের মূল্য কে জানে
ওহায়রে
ধরায় আছে কয়জনা,
সে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকলসোনা
সে জন সোনা চেনে না
- Artist:Runa Laila